নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে নির্বাচনী কাজ ও দায়িত্ব সবিস্তারে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ সোমবার আগরতলায় প্রজ্ঞা ভবনে পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে নিয়ে রাজ্য ভিত্তিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে৷ এই শিবিরে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি, রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা, অতিরিক্ত ডিজিপি এসএস চতুর্বেদি, অতিরিক্ত ডিজিপি শ্রী যাদব, আইজি আইন শৃঙ্খলা কে ভি শ্রীজেশ, আইজি টিএসআর জে শ্রীনিবাস রাও, ডিআইজি নর্দান, ডিআইজি সাউদার্ন এবং পুলিশ হেড কোয়ার্টারের পদস্থ আধিকারিক ও আধাসামরিক বাহিনীর শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ নির্বাচনে বিভিন্ন কাজ ও দায়িত্ব সম্পর্কে এই শিবিরে একাধিক বক্তা বক্তব্য রেখেছেন৷ এদিন এই শিবিরে প্রায় পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মিলিয়ে ১৫০ জন অংশগ্রহণ করেছেন৷
2018-01-30