থানে, ২৮ জানুয়ারি (হি.স.) পদ্মাবতের প্রদর্শন বন্ধ করার প্রয়াস অব্যহত। শনিবার থানের একটি সিনেমা হলে পদ্মাবত সিনেমা দেখানো হচ্ছিল। সেই সময় সিনেমা হলের বাইরে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে। শনিবার রাতে ঘটনাটি মহারাষ্ট্রের থানের কল্যাণ এলাকার একটি সিনেমা হলের বাইরে ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি রাত ৯ টা নাগাদ সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বোমাটি ছোড়া হয়। কিন্তু সৌভাগ্যবসত বোমাটি ফেটে যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি বোমাটি বেশ বড় ছিল। সিনেমা হলের পাশে একটি গ্যাস স্টেশন রয়েছে। বোমাটি যদি ফেটে যেত তা হলে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারত। কিন্তু ভাগ্যের জোরে বোমাটি ফেটে যায়নি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এই কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর সঙ্গে কর্নি সেনার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মুক্তি পাওয়ার দুই দিনের মধ্যেই ৫৯ কোটি টাকা এখনও পর্যন্ত আয় করেছে এই সিনেমাটি। উল্লেখ্য, সিনেমাটি বন্ধের জন্য দেশের একাধিক সিনেমা হলগুলির মালিকদের হুমকি দেওয়া হয়েছিল কর্নি সেনার পক্ষ থেকে।