নেতাজীর জন্মজয়ন্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ আগামী ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২তম জন্মদিবস উপলক্ষে নেতাজী জন্মোৎসব উদ্যাপন কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ ঐদিন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে সকালে শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করবে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক তপন চক্রবর্তী৷

তিনি জানান, অনুষ্ঠানে পৌরহিত্য করবেন এবং পতাকা উত্তোলন করবেন বিদ্যালয় শিক্ষাদপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইএএস নেপাল চন্দ্র সিনহা৷

এদিন শ্রী চক্রবর্তী জানান, সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে ছাত্র-ছাত্রীদের সমাবেশ হবে৷ ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠানের সভাপতি পতাকা উত্তোলন করবেন৷ এরপর সমবেত জাতীয় সঙ্গিত পরিবেশন করবেন বিদ্যানিকেতনের ছাত্রীরা৷ সকাল ৯টা ১৫মিনিটে শোভাযাত্রা আরম্ভ হবে৷

তিনি জানান, শোভাযাত্রা নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে বেড়িয়ে পোষ্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, পুরাতন বিধানসভা ভবন, কামান চৌমুহনী, নেতাজী কর্ণার, নেতাজী চৌমুহনী হয়ে বিদ্যানিকেতনে ফিরবে৷ শ্রী চক্রবর্তী জানান, শোভাযাত্রায় বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের ২৩টি দল অংশ নেবে৷ এবছরের শোভাযাত্রার থিম হল ভগিনী নিবেদিতার সার্ধ শতবর্ষ৷ এই থিমের উপর শোভাযাত্রায় বেশ কয়েকটি দল প্রদর্শনী করবে৷ তিনি আরো জানান, ইকফাই, ভারতীয় বিদ্যাভবন বিএড কলেজ এবং রামঠাকুর গার্লস এই শোভাযাত্রায় অংশ নেবে৷ বিদ্যানিকেতনের প্রায় ১৬০০ ছাত্র-ছাত্রী শোভাযাত্রায় বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবে৷ তাছাড়া, বাইরের সুকল ও কলেজগুলি থেকে আরো ১০০০ ছাত্র-ছাত্রী এি শোভাযাত্রায় অংশ নেবে৷ তিনি জানান, মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার্থী ছাত্রীরা শঙ্খ বাহিনীতে অংশ নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *