কাবুল, ২১ জানুয়ারি (হি.স.): অজ্ঞাত পরিচয় চার বন্দুকবাজের হামলায় ভীত-সন্ত্রস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল| স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে কাবুলের একটি আন্তর্জাতিক বিলাসবহুল হোটেলে হামলা চালায় অজ্ঞাত পরিচয় চার বন্দুকবাজ| কাবুলের লাক্সারি হোটেলে বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জন নিরপরাধ মানুষের| আহত হয়েছেন অন্তত ৬ জন| এছাড়াও কমপক্ষে ১০০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে| পুলিশ সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই বন্দুকবাজ| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাত ন’টা নাগাদ চার বন্দুকবাজ রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড ও প্রচুর বিস্ফোরক নিয়ে হঠাত্ই কাবুলের আন্তর্জাতিক বিলাসবহুল হোটেলে ঢুকে পড়ে| কপাল জোরে হোটেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন হোটেলের ম্যানেজার আহমেদ হ্যারিস নায়াব| তিনি জানিয়েছেন, রান্নাঘর থেকে হোটেলে প্রবেশ করে চার বন্দুকবাজ| হোটেলে প্রবেশ করা মাত্রই কয়েকজন হোটেল কর্মী এবং অতিথিদের পণবন্দি করে আততায়ীরা| এরপর হামলাকারীরা হোটেলটির রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়| কিছুক্ষণের মধ্যেই গোটা হোটেলটি চারিদিক থেকে ঘিরে ফেলে আফগান নিরাপত্তা বাহিনী|
ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি (এনডিএস)-র এক আধিকারিক জানিয়েছে, অতিথিদের লক্ষ্য করে বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালালে প্রাণ হারান পাঁচ জন নিরপরাধ মানুষ| প্রশাসনের দাবি, এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন| যদিও বেসরকারি সূত্রের খবর, আহতের সংখ্যা বহু| আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, ‘ইন্টানকন্টিনেন্টাল হোটেলের পাঁচ তলা আততায়ী মুক্ত করা হয়েছে| একশোরও বেশি অতিথি এবং হোটেল কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়েছে| খতম হয়েছে দুই বন্দুকবাজ| মৃত্যু হয়েছে পাঁচ জনের এবং আহতের সংখ্যা ৬|’
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে, আফগানিস্তানের রাজধানীতে সাম্প্রতিক সব হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট| আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের ধারণা, এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থাকতে পারে| বিদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় কাবুলে অবস্থিত এই ইন্টারকন্টিনেন্টাল হোটেল| এর আগে ২০১১ সালে তালিবানি হামলায় রক্তাক্ত হয় কাবুলের এই লাক্সারি হোটেল| ২০১১ সালে তালিবানি হামলায় মৃত্যু হয়েছিল ২১ জনের, তাঁদের মধ্যে ১০ জন ছিলেন সাধারণ নাগরিক|