জম্মু, ২১ জানুয়ারি (হি.স.): পাকিস্তানি হামলায় আবারও রক্ত ঝরল সীমান্তে| জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সংঘর্ষবিরতি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান| শহিদ সেনা জওয়ানের নাম হল, চন্দন কুমার রাই (২৫)| কালবিলম্ব না শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, রবিবার পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| মর্টার, ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গোলগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান চন্দন কুমার রাই (২৫)| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| হসাসপাতালেই প্রাণ হারান বীর সেনা জওয়ান চন্দন কুমার রাই|
সেনাবাহিনী সূত্রের খবর, শহিদ সেনা জওয়ান চন্দন কুমার রাই-এর বাড়ি উত্তর প্রদেশের চান্দৌলি জেলায়| রেখে গেলেন তাঁর বাবাকে| প্রসঙ্গত, পাকিস্তান হামলায় এই নিয়ে টানা চার দিন অশান্ত হল জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)|