নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ভোটের দামামা বেজে উঠতেই বাড়ছে ডান ও বাম উভয় শিবিরের রাজনৈতিক তরজা৷ ৮ম বামফ্রন্ট গঠন বনাম চলো প্লাটাই স্লোগান তোলে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিজেপি ও শাসক দলের কর্মী সমর্থকরা৷ শুক্রবার রাতে মেলাঘর থানাধীন বানিয়াছড়া গ্রামে দুই দলের সমর্থকদের সংঘর্ষে জখম হয়েছেন বিজেপি’র দুজন কার্যকর্তা৷ আহতেদর নাম রায়চাঁন দাস ও সঞ্জু দাস৷
ক্ষমতা দখল করতে রাজনৈতিক শিষ্টাচার হারাচ্ছে অতি উৎসাই দলীয় সমর্থকরা৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, এলাকার শাসক দলের সমর্থক অর্জুন দাস সাঙ্গপাঙ্গ নিয়ে বিজেপি’র কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছে৷ জখম হয় একই পরিবারের বাবা ও ছেলে৷ সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেছেন৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে জখম ব্যক্তিদের মেলাঘর হাসপাতালে নিয়ে যায়৷ মাথায় গুরুতর চোট লাগায় আহতদের জি বি হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসকরা৷ কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মেলাঘর বানিয়াছড়াতে শুক্রবার বিক্ষোভ মিছিল করে বিজেপি’র মন্ডলের নেতৃত্বরা৷ থানায় মামলা হলেও এখনো গ্রেপ্তারের কোন খবর নেই৷ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে৷