ফতেপুর(উত্তরপ্রদেশ), ২০ জানুয়ারি(হি.স.): ধর্ষণ হওয়ার হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। বৃহস্পতিবার খোলা জায়গায় শৌচ কাজ করতে বেরিয়ে ছিল ১৪ বছরের ওই নাবালিকা। সেই সময় তার পিছু নেয় দুই ব্যক্তি। পরে তারা ধর্ষণের চেষ্টা করে নাবালিকাকে। কোনও রকমে ধর্ষকদের হাত থেকে বাঁচিয়ে পালিয়ে যায় নাবালিকা। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার বেছে নেয় সে।
সূত্রের দাবি বিগত প্রায় দুই বছর ধরে ওই নাবালিকাকে নানা ভাবে যৌন হেনস্থা করত ওই দুই ব্যক্তি। যৌন হেনস্থার হওয়ার হাত থেকে বাঁচতে লেখাপড়া বন্ধ করে বাড়িতেই বসে থাকত ওই নাবালিকা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। গণ রোষের চাপে পড়ে অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কেন্দ্রীয় মন্ত্রী সান্ধী নিরঞ্জন জ্যোতি মৃতার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দেন। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।