জম্মু, ১৯ জানুয়ারি (হি.স.): সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের হুঁশিয়ারি, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে ৭ পাকিস্তানি সৈনিকের মৃত্যু, এত কিছুর পরও পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব থামছে না| বরং আরও বেড়েই চলেছে| ফের বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি বর্ষণ করল পাকিস্তানি সেনাবাহিনী| শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণে মৃত্যু হয়েছে দু’জন সাধারণ নাগরিকের| এছাড়াও আহত হয়েছেন ৪ জন| মৃত দু’জন সাধারণ নাগরিকের মধ্যে একজন মহিলাও রয়েছেন| মৃতদের নাম হল, সাই খুরদা এবং কোরোতোনা| শুধু আর এস পুরা সেক্টরই নয়, শুক্রবার সকাল থেকে আর্নিয়া এবং রামগড় সেক্টরেও গোলাগুলি বর্ষণ করেছে পাকিস্তানি রেঞ্জার্স|
সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬.৪০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর, আর্নিয়া সেক্টর এবং রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে লক্ষ্য করে ব্যাপক মর্টার হামলা ও গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী| সীমান্ত সংলগ্ন ৪০টি বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং ৪০টিরও বেশি গ্রাম লক্ষ্য করে ৮২ এমএম এবং ৫২ এমএম গোলা ছোঁড়ে পাক সেনাবাহিনী| পাশাপাশি স্বয়ংক্রিয় এবং ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়| পাক গোলায় আর এস পুরা সেক্টরে মৃত্যু হয়েছে এক মহিলা সহ দু’জন স্থানীয় মানুষের| এছাড়াও আহত হয়েছেন আরও ৪ জন| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আর এস পুরা সেক্টর ছাড়াও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আর্নিয়া এবং রামগড় সেক্টরেও গোলাগুলি বর্ষণ করেছে পাক সেনাবাহিনী| রামগড় সেক্টরে পাক হামলায় আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| অন্যদিকে, হরিনগর সেক্টরের কাঠুয়ায় পাকিস্তানি গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন পাঁচ জন সাধারণ নাগরিক|
বুধবারই আর এস পুরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী| আর এস পুরা সেক্টরেই পাকিস্তানি হামলায় শহিদ হন এক বিএসএফ হেড কনস্টেবল, এছাড়াও মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সি এক কিশোরীর| আহত হয়েছিলেন তিন জন সাধারণ নাগরিক| আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গোলাগুলি বর্ষণের জেরে রীতিমতো উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনীর কর্তারা|
পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে গত ১৫ জানুয়ারি, সোমবার উদ্বেগ প্রকাশ করেছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| ৭০ তম সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ‘বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, আমরা যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছি| আমাদের যদি বাধ্য করা হয়, তবে আমরা শত্রুদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব|’ সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের হুঁশিয়ারির পরও পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব থামছে না| বরং দিন দিন আরও বেড়েই চলেছে|