নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার টেট শিক্ষকদের স্থির বেতন দিয়ে রাজ্য সরকার ঐতিহাসিক ভুল করছেন বলে মন্তব্য করছেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, টেট শিক্ষকদের নিয়মিত বেতনক্রম দাবির পেছনে যথেষ্ঠ যুক্তি আছে৷ গত একবছর দফায় দফয় শিক্ষা দপ্তরে ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছেন টেট শিক্ষকরা৷ কিন্তু কোনও প্রতিক্রিয়া দেননি শিক্ষামন্ত্রী৷ বার বার একই কথা বুঝিয়েদেন টেট শিক্ষকরা যে শিক্ষকদের প্রতি অন্যায় হচ্ছে তাদের যোগ্যতার প্রতি অবিচার হচ্ছে৷ সংবিধান অমান্য হচ্ছে, এনসিটিই এর নিয়ম মানা হচ্ছেনা৷ কিন্তু দপ্তর কর্ণপাত করলেও শিক্ষামন্ত্রীজী কর্ণপাত করেননি৷ এমনও বলা হয়েছে জেনে বুঝেই আপনারা কাজে যোগ দিয়েছেন৷ এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই গঠিত হয়েছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ শিক্ষকরা ডেপুটেশনের সদুত্তর না পেয়ে রাস্তা নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে৷ এতে রাজ্য সরকারের যথেষ্ঠ সদিচ্ছার অভাব আছে বলেই মনে করছেন অথ্যভিজ্ঞ মহল৷ যদি সদিচ্ছা থাকতো তাহলে শুরু থেকেই নিয়মিত করতো বলে সবাই মনে করছেন৷ কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের নিয়মিত বেতন ক্রম প্রদান না করে শুধু তাঁদের দাবির যথেষ্ঠ যুক্তি আছে বলেই মৌলিক দায়িত্ব এড়িয়ে গিয়েছেন৷ এতে করে নিরাশ হয়েছেন রাজ্যের সাড়ে তিন হাজার টেট শিক্ষক৷ অনেকেই মনে করছেন এটা নির্বাচনী টোপ ছাড়া কিছুই না৷
2018-01-19