নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ জোট ও প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার আগরতলায় এসেছেন বিজেপি-র ত্রিপুরার নির্বাচনী প্রভারী ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ আগামীকালের মধ্যে এ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আইপিএফটির সঙ্গে বিজেপির জোট নিয়ে এখনও অনিশ্চয়তা চরমে৷ তখন জোটের রাস্তা মসৃণ করতে মঙ্গলবার ফের আগরতলায় এসেছেন অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ ভোটের সূচি কয়েকদিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে৷ কিন্তু এখনও বিজেপির সঙ্গে জোটসঙ্গী কারা হবেন সে বিষয়টিই পরিস্কার হয়ে উঠেনি৷ উপরন্তু যাঁরা জোটে থাকবেন তাঁদের সঙ্গে আসন রফা কীভাবে হবে, কী শর্তেই বা জোট হবে সে সমস্ত বিষয়েও ধোঁয়াশচ্ছন্ন রয়ে গেছে৷ ইতোমধ্যেই বিজেপির পক্ষ থেকে আইপিএফটি নেতাদের দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ কিন্তু আনুষ্ঠানিকবাবে এখনও কেউ এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না৷ এই পরিস্থিতিতেক আগরতলায় এসেছেন জোটের প্রধান কারিগর তথা অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ আইপিএফটির সঙ্গে তিনি বৈঠক করবেন৷ ফলে দু একদিনের মধ্যেই জোটের চিত্র স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল৷ অন্যদিকে, বিজেপি -র প্রার্থী তালিকাতেও চূড়ান্ত রূপ দেবেন তিনি৷ বিজেপি যুবাদের প্রাধান্য দেবে প্রার্থী তালিকায়৷ ৬৫ শতাংশ বয়স হবে ৫০ বছরের নীচে৷ ৯০ শতাংশ হবে নতুন মুখ৷
2018-01-17