গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ রাজ্যে আইন শৃঙ্খলা গভীর উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছে৷ আবারও এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ শুধু গণধর্ষণই নয়, ধর্ষণ শেষে ঐ মহিলাকে হত্যা করে ফেলে রেখেছে দুসৃকতিরা৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ধর্মনগরের প্রত্যেকরায় গ্রামে৷ ঐ গ্রামের গৃহবধূ প্রতিমা মালাকার শনিবার রাতে প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে গিয়েছিলেন৷ স্বামী ঘরেই ছিলেন৷ কিছুক্ষণ পর স্ত্রী ঘরে ফিরে না আসায় তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক খঁুজতে থাকেন৷ কোথাও প্রতিমার হদিশ পাননি৷ প্রতিবেশীদের নিয়েও খোঁজ করা হয়৷ পরে রবিবার সকালে বাড়ি থেকে দূরে গ্রামেরই একটি পুকুর পারে প্রতিমা মালাকারের বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ প্রাথমিক ভাবে পুলিশেরও অনুমান ঐ মহিলাকে গণধর্ষণ করা হয়েছে৷ তবে কে বা কারা একাজ করেছে সেই ব্যাপারে পুলিশ কোন ক্লু পায়নি৷ ধর্মনগরেই উত্তর পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার নাম সুবোধ দেবনাথ৷ বাড়ি থেকে কিছু দূরে রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷
এদিকে, একেই দিনে দুজনকে খুন করার অভিযোগ করেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রেও এক বিজেপি কর্মীকে পেটাই করা হয়েছে৷ একেই সঙ্গে রাজধানী আগরতলায় লাল বাহাদূর চৌমনহীতে বিজেপির একটি গাড়িতে হামলা চালানো হয়েছে৷ ধর্মনগরে উত্তরপাড়ায় থানা থেকে ১০০ মিটার দুরে বিজেপির স্থানীয় কার্যকর্তা সুবোধ নাথের নিথর দেহ পাওয়া গেছে৷ গতকাল রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর রবিবার দুপুরে তার দেহ উদ্ধার করার সম্ভব হয়েছে৷
অন্যদিকে, ধর্মনগরের প্রত্যেকরায় এলাকায় বিজেপির মহিলা কার্যকর্তা প্রতিমা মালাকারের নিথর দেহ রবিবার দুপুরে পাওয়া গেছে৷ বাড়ি থেকে দের কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে তার দেহ ফেলে রাখা হয়৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, সারা রাজ্যে ক্রমাগত বিজেপির স্থানীয় নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে৷ নির্বাচনের আগে এসব চলতে থাকলে পথে নামা ভিন্ন অন্য কোন বিকল্প বিজেপির কাছে আর থাকবে না৷ সুবোধ নাথের গায়ে কোন আঘাতের চিহ্ণ নেই৷ তবে স্থানীয় কার্যকর্তারা টেলিফোনে বিজেপির রাজ্য সদর দফতরে খবর দিয়েছেন সুবোধ নাথকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে৷ বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির মহিলা কার্যকর্তা প্রতিমা মালাকারের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার জন্য জেলা স্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী ক্ষেত্র ধনপুরেও এক বিজেপির স্থানীয় নেতার উপর সংঘবদ্ধ আক্রমণ সংগঠিত করেছে সিপিআইএম এর ক্যাডার বাহিনী৷ যদিও তিনি প্রাণে বেঁচে গেছেন৷ এদিকে, রবিবার দুপুরে রাজধানী আগরলার লাল বাহাদুর চৌমনহীতে বিজেপির একটি গাড়িতে হামলা সংগঠিত করা হয়৷ যদিও তখন গাড়িতে চালক ভিন্ন অন্য কেউ ছিলেন না৷ চালক গাড়ি থেকে নেমে যাওয়ার পর গাড়িটির ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে বলে বিজেপির সূত্রে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *