নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ত্রিপুরা হয়ে বহিরাজ্যে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে৷ শনিবার রাত আটটা নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে পুলিশ আটক করেছে ছয়জন যুবক যুবতীকে৷ পুলিশ সূত্রে খবর ত্রিপুরার সোনামুড়া সীমান্ত দিয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করে৷ সোনামুড়া থেকে আগরতলায় আসে৷ তারপর ধর্মনগরে যায়৷ তারা সবাই ধর্মনগর রেলওয়ে স্টেশনে আসে হায়দ্রাবাদ যাওয়ার জন্য৷ ধর্মনগর রেল স্টেশনে কর্মরত জিআরপি পুলিশ তাদের আটক করে ধর্মনগর থানার পুলিলশের কাছে হস্তান্তর করেছে৷
2018-01-14