রাজ্যে পৌঁছল ২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, পরবর্তী ধাপে আসবে দশদিন বাদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ রাজ্যে ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান এসে পৌছেছেন৷ শনিবার সকাল

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে শনিবার আগরতলা রেল স্টেশনে পৌঁছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ ছবি নিজস্ব৷

দশটায় আগরতলা স্টেশনে বিশেষ ট্রেনে করে জওয়ানরা এসেছেন৷ অবশ্য, এর আগেও কয়েক দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে এসেছেন৷ মুখ্য নির্বাচনী আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, দশদিন বাদে আরো এক দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা বিশেষ ট্রেনে করে রাজ্যে আসবেন৷ নির্বাচন দপ্তর সূত্রে খবর, মোট ৩০০ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷

রেল সূত্রে খবর, দিল্লির সফদরজং স্টেশন থেকে কুড়িটি বগি নিয়ে বিশেষ ট্রেন শনিবার সকাল দশটায় আগরতলায় এসে পৌছেছে৷ বিকেলে এই ট্রেন উত্তর প্রদেশ ফিরে গেছে৷ এই ট্রেনে করে ২৫ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ানরা এসেছেন৷ তাদের মধ্যে কিছু জওয়ান পানিসাগরে নেমে পড়েছেন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক জানিয়েছেন, আটটি জেলায় নির্দিষ্ট অনুপাতে জওয়ানদের মোতায়েন করা হবে৷

এদিন তিনি আরো জানান, ধাপে ধাপে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে আসবেন৷ দশদিন পর বিশেষ ট্রেনে আরো একধাপে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা আসবেন৷ আসন্ন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে এক কোম্পানি মহিলা জওয়ানরা থাকবেন৷

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি৷ এর আগেই রাজ্যে চলে আসছে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী৷ অনেকেই বলেছেন, এর আগে কখনোই রাজ্যে নির্বাচন ঘোষণার আগে এত বিপুল সংখ্যার কেন্দ্রীয় বাহিনী আসেনি৷ এবারই তার ব্যতিক্রম ঘটেছে৷ প্রশাসনের তরফে অবশ্য এখনও সংশ্লিষ্ট বিষয়ে কোনও ধরনের ব্যাখ্যা কিংবা স্পষ্টীকরণ দেওয়া হয়নি৷

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী রাজ্যে সর্বত্র, এমন কি বুথস্তর পর্যন্ত মোতায়েনের জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিল৷ নির্বাচন কমিশনও এবিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছে৷ শনিবার এবং এর আগে থেকে এর স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *