হোয়াংগারেই, ১৩ জানুয়ারি (হি.স.) : কোভাম ওভালে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গেল৷ কার্যত নিউজিল্যান্ডের মাটিতে পাক ক্রিকেটের দিনটা কাটল চূড়ান্ত ব্যর্থতায়৷ ডুনেদিনে কেন উইলিয়ামসনদের কাছে সরফরাজদের বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনিয়র টিমকে অনুসরণ করল পাক অনূর্ধ্ব-১৯ দল৷
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায়৷ ওপেনার রোহেল নাজির একাই করেন ৮১ রান৷ এছাড়া আলি জারিয়াব আসিফ ৩০ রান করেন৷ বাকিরা তেৈমন কোনও রান করতে পারেননি৷ আফগানদের হয়ে তিনটি করে উইকেট নেন আজমাতুল্লাহ ওমারজাই ও কায়িস আহমেদ৷ দু’টি উইকেট নিয়েছেন নবীন-উল-হক৷
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৭৪.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ম্যাচ জিতে যায়৷ দারউইশ রসুলি ৭৬ রানে অপরাজিত থাকেন৷ ইকরম আলি খিল করেন ৪৬ রান৷ ম্যাচের সেরা হন রসুলি৷
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অপর ম্যাচে জিম্বাবোয়ে ১০ উইকেটে পরাজিত করেছে পাপুয়া নিউ গিনিকে৷ বাংলাদেশ ৮৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে নমিবিয়ার বিরুদ্ধে৷ আয়োজক নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে৷