নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : ঠিকানার প্রমাণপত্র হিসেবে আর মান্যতা পাবে না পাসপোর্ট৷ বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, পাসপোর্টের শেষের পাতাটি আর ছাপা হবে না৷
ভারতীয় পাসপোর্টের শেষ পাতাটিতে ব্যক্তির বাবা বা আইনি অভিভাবক, মা, স্ত্রী বা স্বামী ও ঠিকানা ছাপানো থাকে৷ বিদেশ মন্ত্রকের তিন সদস্যের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে৷ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল পাসপোর্টে বাবার নাম আর রাখা যাবে না৷ তার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাসপোর্টের এই নতুন ভার্সনে শেষের পাতাটি ফাঁকা থাকবে৷ তবে তথ্য বিদেশ মন্ত্রকের সিস্টেমে মজুত রাখা হবে৷ তাই সরকারের উপর এটি কোনও বাধা হয়ে দাঁড়াবে না৷ যেহেতু পাসপোর্টের শেষের পাতাটি ফাঁকা থাকবে, তাই সামান্য পরিবর্তন হবে পাসপোর্টে৷ইমিগ্রেশন চেক রিকোয়ার্ডের পাসপোর্টগুলি কমলা জ্যাকেটে মোড়া থাকবে আর নন-ইসিঅার পাসপোর্টগুলি হবে নীল রংয়ের৷ এখন তিনটি রংয়ে পাসপোর্ট ইস্যু করা হয়৷ সরকারি অফিসারদের সাদা, কূটনীতিবিদদের লাল ও বাকিদের নীল রংয়ের পাসপোর্ট ইস্যু করা হয়৷