নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও এখনও বিস্তর ভুয়ো ভোটার রয়ে গেছেন বলে বিজেপি অভিযোগ করেছে৷ দলের আশা, নির্বাচন কমিশন এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে৷ বিজেপি’র রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সোমবার সাংবাদিক সম্মেলনে জানান, ভুয়ো ভোটার হিসেবে সিপিআইএম যে তালিকা তুলে দিয়েছিল তাই সংশোধন করা হয়েছে৷ কিন্তু বিজেপি’র তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছিল তার সংশোধন করার প্রয়োজনই মনে করেননি বিভাগীয় কর্তৃপক্ষ৷ ফলে সমস্যা রয়ে গেছে৷ তিনি আরও বলেন, বিজেপি আশা করছে, অচিরেই ক্রটি সংশোধনের জন্য নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ নেবে এবং শাসকদল ভুয়ো ভোটারদের নিয়ে কোনও ধরনের বাড়তি সুবিধা নিতে পারবে না৷ সংশ্লিষ্ট বিষয়ে কমিশনকে অবগত করানোর হচ্ছে৷ বিজেপি সঠিক সময়ে নির্বাচন চায়৷ সিপিআইএম এ নিয়ে বিস্তর অপপ্রচার করছে৷ বিজেপি এ ব্যাপারে কোনও ধরনের সাংবিধানিক সংকট চায় না৷ তবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রকৃত ভোটাররাই যাতে তাঁদের মতাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থাদি নেওয়া হবে৷ বিজেপি ইতিমধ্যেই ভুয়ো ভোটার সংক্রান্ত তথ্যবলি নিয়ে বিস্তর চর্চা করেছে এবং অবৈধ ভোটার, মৃত ভোটারদের ওপর ভিত্তি করে কোনও রাজনৈতিক দল যাতে নির্বাচনকে প্রভাবিত না করতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও বার্তা পাঠিয়েছেন বলে তিনি জানান৷
এদিকে, প্রদেশ বিজেপি দলের ডাকা পরিবর্তন সংকল্প র্যালীর জনজোয়ারে কম্পিত শাসক দল৷ সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সপ্তম পে কমিশন চালু, বেকার কর্মসংস্থান, চিটফান্ডের সুষ্ঠ তদন্তের আশ্বাসে মেলারমাঠ ভয় পেয়েছে৷ কলঙ্ক মোচনে পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাতকে মাঠে নামিয়ে বিজেপি ও আই পি এফ টি’র নাম জড়িয়ে ঘৃণার বাতাবরনের চেষ্টা চালাচ্ছে৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে বৃন্দা কারাতের অভিযোগ নস্যাৎ করে দিয়ে পাল্টা তোপ দেগেছেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক৷
রাজ্যের আঞ্চলিক জনজাতি দলের নেতারা দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গণতন্ত্রের জন্য শুভ সঙ্কেত৷ মোদী সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ চাইছেন৷ বৃন্দা কারাতের বক্তব্যকে উস্কানিমূলক বলে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন সুবল ভৌমিক৷
বিজেপি’র একটি জমায়েত জনাসমাগম সিপিএম দলের কেন্দ্রীয় জমায়েতকে ছাপিয়েছে বলে দাবি করেছেন সুবল ভৌমিক৷ উদয়পুরে জনসভা বানচাল করতে বিধায়ক মাধব সাহা রাজনৈতিক সন্ত্রাস করেছেন বলেও সুর চড়িয়েছেন তিনি৷ গোটা পলিটব্যুরোর নেতা ও নেত্রীদের অপপ্রচারে নামিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার দূর্গ বাঁচাতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সুবল ভৌমিক৷
পাশাপাশি বিজেপি’র জনসভা ফেরত দূর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার দল বহন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সহ সভাপতি৷ আহতদের মধ্যে ১১ জন জি বি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন৷ একজনকে রাজ্যের একটি বেসরকারী হাসপাতালে ব্রেইন অপারেশনের জন্য দলীয় তহবিল থেকে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুবল ভৌমিক৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা, দলের জীতেন সরকার৷
2018-01-09