নেহরুর ভ্রান্ত সিদ্ধান্তের জন্যই কাশ্মীরের আজ এই অবস্থা, কংগ্রেসকে পাল্টা তোপ বিজেপির

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কাশ্মীর প্রসঙ্গে বাকযুদ্ধ চরমে উঠেছে বিজেপি এবং কংগ্রেসে মধ্যে। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একাধিল ট্যুইটবার্তায় কাশ্মীরে অশান্ত পরিবেশের জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। এই বিষয়ে বিজেপি নেতা সম্বিত পাত্র মনে করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভ্রান্ত সিদ্ধান্তের জন্যই কাশ্মীরের আজ এই অবস্থা।
উল্লেখ্য, এদিন কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন পি চিদম্বরম এবং কপিল সিব্বল। পি চিদম্বর অভিযোগ করেন, ২০১৪ সালে সন্ত্রাসবাদী এবং সাধারণ নাগরিকের মৃতের সংখ্যা যেখানে ১১০ এবং ২৮ ছিল। ২০১৭ সালে তা বেড়ে ২১৮ এবং ৫৭ হয়েছে। সংঘর্ষে নিহত জওয়ানের সংখ্যা ২০১৪ যেখানে ছিল ৪৭। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য যে নীতি কেন্দ্রীয় সরকার অবলম্বন করেছে তাকে ভুল বলে দাবি করেছেন পি চিদম্বরম। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান দীনেশ্ব শর্মাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা নিয়ে নিন্দা করেছেন এই কেন্দ্রীয়মন্ত্রী। তিনি জানিয়েছেন মধ্যস্থতাকারী সবার সঙ্গে কথা না বলা জন্য পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। কারণ গোটা বিষয়েটিকে কাশ্মীরের মানুষ প্রাক-নির্বাচনী গিমিক হিসেবে দেখেছে। অন্যদিকে সন্ত্রাস দমনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমালোচনা করে তিনি জানান, সন্ত্রাসবাদ মোকাবিলা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। মন্ত্রী।চিদম্বরম ছাড়াও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে তিনি জানতে চান উত্যকায় কবে বন্ধ হবে সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলা?
যার বিরুদ্ধেই সরব হয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র | তিনি বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভ্রান্ত সিদ্ধান্তের জন্যই কাশ্মীরের আজ এই অবস্থা।অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাল্টা দাবি করেন জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে ভারত বিরোধী প্রচার চালিয়ে মগজ ধোলাই করছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *