জম্মু, ৮ জানুয়ারি (হি.স.): ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের রক্ষার্থে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। স্থানীয় গ্রামের বাসিন্দাদের রক্ষা করতে এবার নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমারেখা বরাবর ১৪৪৬০ টি বাঙ্কার তৈরি করবে ভারত। এই বাঙ্কারগুলি জম্মু ডিভিশনের সীমান্ত সংলগ্ন চারটি জেলার তৈরি করা হবে। পুঞ্জ এবং রাজৌরি জেলায় ৭২৯৮ বাঙ্কার তৈরি করা হবে। ৭১৬২টি বাঙ্কার কাথুয়া এবং সাম্বা জেলায় তৈরি করা হবে। সব মিলিয়ে ১৪৪৬০ টি বাঙ্কার করতে খরচ পড়বে ৪১৫.৭৩ কোটি টাকা। পাকিস্তানের গোলাবর্ষণ থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র।
প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ১৪৪৬০ টি বাঙ্কারের মধ্যে ১৩০২৯ টি পৃথক বাঙ্কার তৈরি করা হবে। ১৬০ স্কোয়্যার ফুটের এই বাঙ্কারে ৮ জন গ্রামবাসী থাকতে পারবে। অন্যদিকে ১৪৩১ টি কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে। প্রায় ৮০০ স্কোয়্যার ফুটের এই বাঙ্কারে ৪০ জন মানুষ এক সঙ্গে থাকতে পারবে। এর মধ্যে পুঞ্জে ৬৮৮ টি কমিউনিটি এবং ১৩২০ টি পৃথক বাঙ্কার তৈরি করা হবে। রাজৌরি জেলায় ৪৯১৮ পৃথক এবং ৩৭২ কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে। কাথুয়াতে ৩০৭৬ পৃথক এবং ২৪৩টি কমিউনিটি বাঙ্কার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাম্বা জেলায় ২৫১৫ পৃথক এবং ৮টি কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে।
উল্লেখ্য, বিগত এক বছর ধরে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। এর ফলে বিগত এক বছরে ১২ জন গ্রামবাসীর মৃত্যু হয়। শহিদ হন ১৯ জন সেনা জওয়ান এবং ৪ জন বিএসএফ জওয়ান। কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা যুগল কিশোর শর্মা। এর জন্য তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।