নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কাশ্মীরে অশান্ত পরিবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি ট্যুইটারে জানিয়েছেন, ২০১৪ সালে সন্ত্রাসবাদী এবং সাধারণ নাগরিকের মৃতের সংখ্যা যেখানে ১১০ এবং ২৮ ছিল। ২০১৭ সালে তা বেড়ে ২১৮ এবং ৫৭ হয়েছে। সংঘর্ষে নিহত জওয়ানের সংখ্যা ২০১৪ যেখানে ছিল ৪৭। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য যে নীতি কেন্দ্রীয় সরকার অবলম্বন করেছে তাকে ভুল বলে দাবি করেছেন পি চিদম্বরম।
কাশ্মীর সমস্যার সমাধানের জন্য প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান দীনেশ্ব শর্মাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা নিয়ে নিন্দা করেছেন এই প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি জানিয়েছেন মধ্যস্থতাকারী সবার সঙ্গে কথা না বলার জন্য পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। কারণ গোটা বিষয়েটিকে কাশ্মীরের মানুষ প্রাক-নির্বাচনী গিমিক হিসেবে দেখেছে।
সন্ত্রাস দমনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমালোচনা করে তিনি জানান, সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। উপত্যকায় সন্ত্রাসবাদীদের হামলা বেড়ে চলেছে৷ চিদম্বরম বলেন কেন্দ্রীয় সরকার দাবি করেছিল কঠোর, পেশিশক্তি দেখিয়ে কাশ্মীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে। কিন্তু তা হয়নি । ৩০-৩১ ডিসেম্বরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানাকে সংকেত হিসেবে চিহ্নিত করেছেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।
চিদম্বরম ছাড়াও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন উত্যকায় কবে বন্ধ হবে সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলা?