জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে দিনভর অচলাবস্থা জিবিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে শনিবার দিনভর জিবি হাসাপাতালে অচলাবস্থা দেখা দিয়েছে৷ এদিন সন্ধ্যা পর্যন্ত তাদেরকে নানাভাবে বোঝানো সত্বেও তারা কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছেন৷ ফলে, রবিবারও জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

শনিবার ভোরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জিবি হাসপাতালে সমস্যা দেখা দেয়৷ অভিযোগে জানা গেছে, জিরানিয়ার বাসিন্দা বাবুল শীলের (৫৬) এদিন ভোরে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, রাতেই ঐ রোগীর অবস্থা ক্রমশ সংকট জনক হয়ে উঠেছিল৷ তখন হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা সিনিয়ার ডাক্তারকে ডেকে আনার সিদ্ধান্ত নেন৷ কিন্তু, কোন এক অজ্ঞাত কারণে জুনিয়ার ডাক্তাররা সিনিয়ার ডাক্তারের কাছে রোগীর আশঙ্কাজনক অবস্থার খবর পাঠাননি৷ কিন্তু, ঐ রোগীর অবস্থা আরো শঙ্কটজনক হয়ে উঠলে তখন খবর পাঠানো হয় সিনিয়ার ডাক্তারের কাছে৷ সিনিয়ার ডাক্তার হাসপাতালে পৌঁছার আগেই রোগীর মৃত্যু হয়৷ এই ঘটনায় সিনিয়ার ডাক্তারকে সামনে পেয়ে রোগীর পরিবারের সদস্যরা দেরিতে আসার কারণ জানতে চান৷ তখন রোগীর পরিবারের সদস্যদের সিনিয়ার ডাক্তার জানান, সময়মত তিনি খবর পাননি৷ আর তাতেই রোগীর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন এবং জুনিয়র ডাক্তারদের সাথে বাকবিতন্ডা হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হলেও জুনিয়র ডাক্তাররা তাদের গাফিলতি আড়াল করার জন্য একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন৷ এরই মাঝে জুনিয়ার ডাক্তাররা তাদের উপর আক্রমণ হয়েছে অভিযোগ এনে কর্মবিরতিতে চলে যান৷

শনিবার দিনভর প্রায় ৭২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি পালন করেছেন৷ তাতে, জিবি হাসপাতালে পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন বর্হিবিভাগ প্রায় বন্ধ ছিল৷ কোন রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়নি৷ এমনকি কোন রোগীর ভর্তি নেওয়াও হয়নি৷ বহু রোগীরা হাসপাতালে ভর্তি হতে এসে বাড়ি ফিরে গেছেন৷ এই পরিস্থিতিতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷

হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কসরত করলেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করেননি৷ কর্মবিরতি প্রত্যাহার করার জন্য তাদের দফায় দফায় বোঝানোর চেষ্টা হয়েছে৷ জিবি হাসপাতাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করেছে৷ জুনিয়র ডাক্তাররা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছেন৷ দাবি পূরণ না হলে কর্মবিরতি প্রত্যাহার হবে না বলে তারা হুমকি দিয়েছেন৷ ডাঃ বৈদ্য জানান, এদিন সন্ধ্যা পর্যন্ত আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, আরএমও, ডিএমই’র শীর্ষ আধিকারিক সহ তিনি এই জটিল সমস্যা নিয়ে বৈঠক করেছেন৷ কর্মবিরতি প্রত্যাহার করার জন্য তাদের  অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু, রোগীদের কথা জুনিয়ার ডাক্তাররা চিন্তা করেননি৷ তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন৷ ডাঃ বৈদ্য জানান, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো হয়েছে৷ স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রীর কাছে আলোচনা ক্রমে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন৷

তবে, জিবি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে চিকিৎসা পরিষেবায় তেমন কোন প্রভাব পড়বেনা বলে দাবি করেন হাসপাতাল সুপার৷ তিনি জানান, মেডিক্যাল কলেজের সিনিয়ার ফ্যাকাল্টিরা, হাসপাতালে কর্মরত অন্যান্য সিনিয়ার ডাক্তাররা মিলে পরিষেবা স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে৷

এই ঘটনায় জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ কারণ, স্বাস্থ্য সেবায় নিয়োজিত জুনিয়র ডাক্তারাই জিবি হাসপাতালে অচলাবস্থা কায়েম করেছেন৷ তাতে, মহা সমস্যায় পড়েছেন রোগীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *