লখনউ, ৬ জানুয়ারি (হি.স.): উত্তর ভারত জুড়ে ‘ভিলেন’ কুয়াশার পাশাপাশি অব্যাহত ঠাণ্ডার কামড়| ‘হাড় কাঁপানো শীত’-এ ওষ্ঠাগত উত্তর প্রদেশের মানুষজনের প্রাণ| শৈত্যপ্রবাহের কারণে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে শীত| ঠাণ্ডার কামড় এতটাই বেশি যে সকাল সকাল কাউকে রাস্তায় বের হতে দেখা যাচ্ছে না| এমতাবস্থায় উত্তর প্রদেশে গৃহহীন অন্তত ৭০ জন মানুষের মৃত্যু হয়েছে| মৃতদের প্রত্যেকেই দরিদ্র মানুষ বলে জানা গিয়েছে| এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ডিরেক্টর ইনফরমেশন অনুজ ঝা সহ প্রশাসনিক কর্তারা|
সূত্রের খবর, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে ২২ জনের মৃত্যু হয়েছে ঠাণ্ডায়, বৃজ এবং বরেলি ডিভিশনে ৬ জনের মৃত্যু হয়েছে, এলাহাবাদ ডিভিশনে মৃত্যু হয়েছে ১১ জনের, বুন্দেলখণ্ড রিজিওনে ২৮ জনের মৃত্যু হয়েছে| মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে বারাবাঙ্কি জেলায় রাম কিশোর রাওয়াত (৪০) এবং মহেশ (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে| ফৈজাবাদের হরচন্দপুরে এক জনের মৃত্যু হয়েছে ঠাণ্ডায়, আম্বেদকরনগরে ঠাণ্ডায় মৃত্যু হয়েছে একটি শিশুর, রায়বরেলি এবং উঞ্চাহারে দু’জনের মৃত্যু হয়েছে ঠাণ্ডার কামড়ে|
শৈত্যপ্রবাহের কারণে এই মুহূর্তে শীতে জবুথবু উত্তর প্রদেশ সহ গোটা উত্তর ভারত| গত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের সবথেকে শীতলতম ছিল সুলতানপুর জেলা| সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস|