নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ জানুয়ারী৷৷বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে৷ তাছাড়া হামলাকরীর আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন৷ উত্তেজিত জনতার গণধোলাইয়ে হামলাকারীও জখম হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ দক্ষিণ জেলার পি আর বাড়ী থানার অধীন রাজনগরের প্রকাশনগরে৷ নিহতের নাম অমল মালাকার৷ বয়স বাহান্ন৷
জানা গিয়েছে, অমলবাবুর প্রতিবেশী গোপাল মালাকার মঙ্গলবার রাতে মদমত্ত অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে৷ তাকে এলোপাথাড়ী আঘাত করতে থাকে৷ অমলকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন শিবু মালাকার, শঙ্কর মালাকর এবং বিদ্যাশঙ্কর মালাকার৷ তারা প্রত্যেকেই ধারালো দায়োর আঘাতে গুরুতর জখম হয়েছেন৷ তাদের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আস এবং হামলাকারী অমল মালাকরাকে আটক করে গণধোলাই দিয়েছে৷ তাতে অমলও মারাত্মক জখম হয়৷ পরে খবর দেওয়া হয়েছে পিআর বাড়ি থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমল মালাকারের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ অন্যদেরও পুলিশ হাসপাতালে নিয়ে যায়৷ প্রথমে নিহারনগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ তারপর শিবু মালাকার ও শঙ্কর মালাকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে, পুলিশ একটি মামলা নিয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী গোপাল মালাকারকে৷ তাকেও নিহারনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য৷
2018-01-03