জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাতের অন্ধকারে জানমাল নিয়ে উদ্বিগ্ণ শহরবাসী৷ বর্ষবিদায়ের রাতে পুলিশের বিশেষ টহলদারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুঃসাহসিক চুরি জুয়েলারি দোকানে৷ মহারাজগঞ্জ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে রামঠাকুর সংঘে জুয়েলারী দোকানে হাত সাফ করে পালিয়ে যায় চোরের দল৷ বছরের শুরুতেই দোকান খোলে চোখ চড়ক গাছ দোকান মালিকের৷ লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে কিভাবে পালিয়ে গিয়েছে নিশি কুটুম্বরা প্রশ্ণ তোলেছেন দোকান মালিক৷ রাতভড় শহরজুড়ে বাজি ফুটেছে, পুলিশ টহলদারী চালিয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য৷ জনবহুল এলাকায় জুয়েলারি দোকানে চুরির খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ছুটে গিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ যতদূর জানা গেছে পুলিশ চোরচক্রের কোন হদিশ পায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *