নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ১৮’র নির্বাচনী কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসা৷ ২০১৭ এর শেষদিন বিবেকানন্দ ময়দানে জনজোয়ার দেখে বিজেপি খয়েরপুরের প্রচারসজ্জা নষ্ট করেছে বলে সুর চড়ান সিপিএমের স্থানীয় নেতারা৷ বর্ষবিদায় রাতে মদমত্ত বিজেপি’র দুর্বৃত্তরা নাশকতা করে অশান্তি পাকানোর জন্য চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ সি পি এম নেতাদের৷
ভোটের মুখে ডান ও বাম উভয় শিবিরের তরজা৷ ক্রমশ রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে৷ দুসৃকতীকারীদের নাশকতা রাজনীতির রঙ লাগিয়ে পাল্টা প্রচার ও বিক্ষোভে নেমেছেন খয়েরপুর স্থানীয় নেতারা৷ জানা গিয়েছে, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে বোধজংনগর থানায় মামলা দায়ের করেছে শাসক দল৷ তাঁদের অভিযোগ, রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ বেশী ভোট, বেশী আসনে জয়ী হবে বামফ্রন্ট৷ খয়েরপুরের নাশকতার নীল নক্সায় দলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলায় ভোট বাড়বে৷ জনগণ রাজনৈতিক হিংসা, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মোক্ষম জবাব দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিপিএম নেতৃত্বরা৷