ইসলামাবাদ, ২ জানুয়ারি (হি.স.): কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সংগঠন জামাত-উদ-দাওয়া এবং ফলাহ-ই- ইনসানিয়তের অনুদান সংগ্রহ করার উপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান প্রশাসন। এই বিষয়ে পাকিস্তানের সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে দেশের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জানানো হয় যে, জামাত-উদ-দাওয়া এবং ফলাহ-ই- ইনসানিয়তকে কোনও আর্থিক অনুদান বা সাহায্য করা যাবে না। এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের তালিকায় থাকা একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের উপরও একই নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান প্রশাসন। পাশাপাশি সেই নির্দেশিকায় এও বলা হয়েছে যে, এই নির্দেশকে অবজ্ঞা করলে বিপুল পরিমাণে আর্থিক জরিমানা দিতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে।
উল্লেখ্য, হাফিজ সঈদের ফলাহ-ই- ইনসানিয়ত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা পাকিস্তানে অবস্থিত বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে বিপুল পরিমাণে অনুদান পায়। সেটার উপরে কোপ পড়তে চলেছে এইবার। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার পরিকল্পনা তার মাথা থেকেই বেরিয়েছিল। দীর্ঘদিন ধরেই হাফিজ সঈদকে নিজেদের হাতে পাওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আর্জি জানিয়ে আসছিল ভারত। অন্যদিকে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।