নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডে তথ্য জানতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদককে নোটিশ পাঠিয়েছে সিট৷
নোটিশে বলা হয়েছে, সাংবাদিক হত্যাকান্ডে রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক কে নাগরাজ যুক্ত রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক দেবাশিষ মজুমদার, যা স্থানীয় একটি সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে৷ তাই, মামলার তদন্তের স্বার্থে ঐ সমস্ত তথ্য জানা জরুরি৷ এজন্যই সাংবাদিক দেবাশিষ মজুমদারকে ২ জানুয়ারী ডিআইজিপি সাউদার্ন রেঞ্জের নীকট উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে৷ সিআরপিসি ১৬০ ধারা মোতাবেক নোটিশটি পাঠানো হয়েছে৷