কল্যাণপুরে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ সোমবার রাতে কল্যাণপুরের বাগানবাজার সিপিএম পার্টি অপিসে ভাঙচুর চালানো হয়েছে৷ অভিযোগের তীর বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বাগানবাজার পার্টি অফিস সংলগ্ণ এলাকার বাড়ি ঘরে কে বা কারা ঢিল ছুড়ে৷ এই বিষয়টি নিয়ে সিপিএম পার্টির নেতারা অভিযোগ করেছে বিজেপির সমর্থকরাই একাজ করছে৷ এই প্রেক্ষিতে এদিন উত্তেজনার সৃষ্টি হয়৷ জানা গিয়েছে, পার্টি অফিসে ভাঙচুর চালানোর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ পরে বিজেপি কর্মীরা কল্যাণপুর থানায় বিষয়টি জানাতে গেলে সেখানে পুলিশের সাথে তর্কবিতর্কও হয়৷ জানা গিয়েছে থানায়ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷