ইভিএম যন্ত্রে কারচুপি করা সম্ভব নয় : মুখ্যনির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : ইভিএম প্রসঙ্গে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে দিয়ে জাতীয় মুখ্যনির্বাচন কমিশনার এ কে জ্যোতি জানিয়েছেন, ‘আমি আশ্বস্ত করে বলছি ইভিএম যন্ত্রে কোন কারচুপি করা সম্ভব নয়।’ তিনি আরও বলেছেন, ‘গুজরাটের প্রতিটা বুথেই ভিভিপিএটি যন্ত্র ছিল। এর ফলে ভোটাররা নিজেরাই দেখতে পাবে কাকে তারা ভোট দিচ্ছে। এর পরেও ইভিএমে কারচুপির অভিযোগ তোলা অর্থহীন।’

উল্লেখ্য, কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে ব্লু টুথ দিয়ে ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে। সেই জন্য রাজ্য কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টের কাছে আর্জি নিয়ে গিয়েছিল। সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগেও উত্তরপ্রদেশে পৌরসভা নির্বাচনের সময় ইভিএমে কারচুপির প্রসঙ্গ সরব হন বিএসপি এবং সমাজবাদী দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। পরে একই পথ অবলম্বন করেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। তিনি ইভিএম হ্যাক করার মতোও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এই বিষয়ে বহুজন সমাজবাদী দলের নেত্রী মায়াবতী দাবি করেন ইভিএমে নয় ব্যালটে ভোট নেওয়া হোক। পাশাপাশি এই নিয়ে সরব হন আম আদমি দল এবং কংগ্রেস।

এদিকে, বিজেপির কাছে হিমাচলপ্রদেশ হারতে চলেছেন কংগ্রেস। পাহাড়ি ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্যদিকে গুজরাটে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ব্যবহার করতে ব্যর্থ কংগ্রেস। পশ্চিম ভারতের এই রাজ্যে ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে গুজরাটে বিজেপি পেয়েছে ৪৯ শতাংশ ভোট অন্যদিকে কংগ্রেস পায় ৪১ শতাংশ ভোট।