পাটনা, ২৮ নভেম্বর (হি.স.) গোটা দেশজুড়ে চলা পদ্মাবতী সিনেমা নিয়ে বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতাদল
ইউনাইটেডের প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত পদ্মাবতীর পরিচালক এবং প্রযোজকরা সিনেমাটিতে প্রয়োজনীয় পরিবর্তন না করবেন। ততক্ষণ পর্যন্ত পদ্মাবতী বিহারে মুক্তি পাবে না’।
এদিকে বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্টের তরফে বিদেশের মাটিতে পদ্মাবতী সিনেমার প্রদর্শন বন্ধের আর্জি খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয়, পদ্মাবতী প্রদর্শিত হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সিবিএফসির। যারা সাংবিধানিক পদে রয়েছেন বা সরকারী আধিকারিক তাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। বিহারের মুখ্যমন্ত্রীর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাটের রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে আর্জি করা হয় পদ্মাবতীর সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য।
উল্লেখ্য মঙ্গলবার কলকাতার টলিউডের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২ থেকে ১২:১৫ পর্যন্ত শুটিং বন্ধ করে পদ্মাবতীর পাশে এসে দাঁড়ায়। এদিকে রাজস্থানের রাজপুত সংগঠন কর্নি সেনার পক্ষ থেকে দাবি করা হয় সিনেমাটিতে ইতিহাসকে বিকৃত করেছেন পরিচালক। তার ফলে রানি পদ্মিনীর সম্মান কুলশিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে রাজপুত সংগঠনের পক্ষ থেকে ।-
2017-11-28
