‘মন্থন’র আলোচনায় সাংবাদিক হত্যা নিয়ে ভীর উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ শনিবার আগরতলা টাউন হলে ‘মন্থন’ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় মুখ্য বক্তা ছিলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র ডঃ সম্বিত পাত্র৷ সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন উপচার্য ডঃ অরুণোদয় সাহা৷ আলোচনার বিষয় ছিল ফ্রিডম অব এক্সপ্রেশন, সভার সঞ্চালনা করেন সন্তোষ সাহা এবং স্বাগত ভাষণ রাখেন আহ্বায়ক ডাঃ অশোক সিন্হা৷
ডাঃ সম্বিত পাত্রা বলেন, গণতন্ত্রে নিয়মিত আলোচনা, মন্থন হউয়া উচিত বাক স্বাধীনতাঃ নিয়ে কারন বাক স্বাধীনতাই গণতন্ত্রের মূতত্ব৷ এই মন্থনে অমৃতও বেরোবে, বিষও বেরোবে, কিন্তু সমাজ চুপ করে থাকলে কিছুই বেরোবে না৷ তিনি বলেন আজকের বিষয় অত্যন্ত গম্ভীর কারণ ভারতে এই প্রথম কোনও সরকার এক সাংবাদিককে ডেকে নিয়ে সরকারী অফিসে, সরকারী অস্ত্র দিয়ে ঠান্ডা মাথায় খুন করেন৷ তিনি বলেন, অন্য রাজ্যে গৌরী লঙ্কেশের মত সাংবাদিক খুনের ঘটনায় দেশের সংবাদ মাধ্যম এবং কিছু রাজনৈতিক দলের নেতারা যেভাবে অলোড়ন সৃষ্টি করেছে, ত্রিপুরার দুই সাংবাদিক হত্যার সেভাবে প্রচার হয় নি, এটা অত্যন্ত দুঃখজনক এবং একই সঙ্গে বিপজ্জনক, কারন এই দ্বিচারিতা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর৷ তিন বলেন ন্যায়, অন্যায়ের যুদ্ধে কেউ নিরপেক্ষ থাকতে পারে না, যারা ন্যায় অন্যায়ের যুদ্ধ নিরপেক্ষ থাকেন, ইতিহাস তাদের জবাবদিহি চায়৷ জনতাকে তিনি আহ্বান করেন, ধর্ম সর্বদা আপনার কাছে দাবী করে, সত্যের পক্ষ থাকুন, আপনি যেই মতের সমর্থকই হউন না কেন৷ অপনাকে থাকতে হবে সত্যের পক্ষেই৷ তিনি বলেন সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করুন, রোজ রোজ একটু একটু সবার চাইতে, একদিন লড়াই করে মরে যাওয়া অনেক সম্মানের৷ যেদিন আপনি নির্ভর হবেন, বন্দুকও অপনাকে ভয় পাবে৷
তিনি নিজে ঊড়িষ্যার, পূর্বদেশের মানুষ, তিনি জানেন পুব দেশের মানুষ অল্পেই সন্তুষ্ট৷ তিনি বলেন মানিক বাবুর সরকার রাজ্যের মানুষকে উন্নতির স্বপ্ণ দেখাতে ভুলিয়ে দিয়েছেন৷ তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ণ, পূর্ব ভারতও পশ্চিম ভারতের মত উন্নতি করবে৷ তবেই হবে সার্বিক বিকাশ, সঞ্চালিত বিকাশ, সবার উন্নতি৷
সভাপতি ডাঃ অরুণোদয় সাহা উলঙ্গ রাজা কবিতার উল্লেখ করে বলেন, অপনারা প্রতীবাদী হোন৷ এই রাজ্যের মুক্তির রাস্তা অপনাদেরই বের করতে হবে, সাহসী হয়ে অন্যায়ের প্রতিবাদ করে৷
সমাজের বিভিন্ন অংশ থেকে আসা অসংখ্য শ্রোতা বার বার হাততালি দিয়ে তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষ করেন৷ উপচে পড়া ভিড়ে শ্রোতাদের তিনি জানান, তিনি ভারতের এবং একই সঙ্গে ত্রিপুরারও নাগরিক, তাই বার বার ত্রিপুরায় আসবেন৷