রায়পুর, ২৫ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ল ৪ জন মাওবাদী| শনিবার
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার দান্তেওয়াড়া জেলার ভান্সি পুলিশ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জন মাওবাদীকে এবং আরানপুর পুলিশ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক জন মাওবাদীকে| পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দান্তেওয়াড়া জেলার ভান্সি থানা এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিঅফ) এবং জেলা পুলিশ| অভিযান চালানোর সময় ভান্সি থানার অন্তর্গত কামালুর গ্রামের কাছে জঙ্গল থেকে গ্রেফতার করা হয় ৩ জন মাওবাদীকে| ধৃত মাওবাদীদের নাম হল, সুরেশ ভাস্কর (২৫), মঙ্গলু ভাস্কর (২১) এবং জগ্গু ভাস্কর (৫৫)| ধৃত মাওবাদীরা জনমিলিতিয়া গ্রুপের সদস্য|
অপর অভিযানে দান্তেওয়াড়া জেলার আরানপুর থানার অন্তর্গত রেবালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বার্সে ভীমা (২১) নামে এক মাওবাদীকে| ধৃত মাওবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি টিফিন কৌটো বোমা, ৩০ মিটার লম্বা বৈদ্যুতিক তার, ব্যাটারি এবং বাজি| উল্লেখ্য, এর আগে ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলার বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান চালিয়ে ১২ জন কুখ্যাত মাওবাদীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী|
2017-11-26

