উত্তরাধিকার নেই তাই অবসাদে ভুগছেন দাউদ ইব্রাহিম

থানে, ২৬ নভেম্বর (হি.স.) : পারিবারিক কারণে ক্রমশই অবসাদে ডুবে যাচ্ছেন কুখ্যাত ফেরার সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম। সূত্রের খবর অনুযায়ী নিজের তৃতীয় তথা একমাত্র পুত্র সন্তান বছর ৩১ এর মৈইন নাওয়াজ ডি কসকর পারিবারিক ব্যবসা ছেড়ে ধার্মিক হয়ে গিয়ে মৌলানা হয়ে গিয়েছেন। মহারাষ্ট্রের থানের অ্যান্টি এক্সটরশন সেলের আধিকারিক প্রদীপ শর্মা দাবি করেছেন, দাউদে ছেলে এটা বুঝতে পেরেছিল তার পরিবারের বেআইনি কাজকর্মের ফলে গোটা বিশ্বে কুখ্যাত হয়ে গিয়েছে। পাশাপাশি তার পরিবারের অনেকেই এখনও ফেরার। তাই নিজেদের পারিবারিক ব্যবসা ত্যাগ করে ধার্মিক হয়ে গিয়েছেন দাউদের একমাত্র পুত্র মৈইন নাওয়াজ ডি কসকর। প্রদীপ শর্মা এও জানিয়েছেন দাউদের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মৈইন নাওয়াজ ডি কাসকরের ।
অন্যদিকে, গোটা বিশ্ব ছড়িয়ে থাকা ব্যবসা কিভাবে চলবে সেই বিষয় চিন্তিত হয়ে পড়েছেন দাউদ ইব্রাহিম কাসকর। কারণ পরিবারের একাধিক সদস্য ফেরার এবং বাকিরা পুলিশের জালে ধরা পড়ে জেলে বন্দী। আর এদিকে বয়স হয়ে যাচ্ছে দাউদ ইব্রাহিমের | তাই তার পরে এই বিপুল সাম্রাজ্যের কে দায়িত্ব নেবেন তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন কুখ্যাত এই সন্ত্রাসবাদী। দাউদের এক ভাই আনিস ইব্রাহিম কাসকর বয়স হয়ে গিয়েছে। তাই তিনি আর দায়িত্ব নিতে পারবে না। ইকবাল কসকার তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন এই মুহূর্তে ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষকতা করছে দাউদের পুত্র মৈইন নাওয়াজ ডি কসকর। তার স্ত্রী ও তিন সন্তানও সমস্ত কিছু ছেড়ে তার সঙ্গে রয়েছে।