বিমল গুরুঙকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করল রাজ্য

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.): বিমল গুরুঙের সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করল রাজ্য সরকার৷ দু’দিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গোর্খাল্যান্ড বিক্ষোভ মামলায় চাইলেই সাসপেন্ডেড গোর্খা নেতা বিমল গুরুংকে গ্রেফতার করতে পারবে না রাজ্য সরকার।
আজ রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয় বিচারপতি এ কে সিক্রির বেঞ্চে। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের আবেদনের শুনানি হবে।
সুপ্রিম কোর্টে আবেদনে রাজ্য জানাল, গুরুত্বপূর্ণ একাধিক মামলায় অভিযুক্ত বিমল গুরুং। একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাঁর বিরুদ্ধে। জারি হয়েছে লুকআউট নোটিসও। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিমলের বিরুদ্ধে মামলাগুলি ক্ষতিগ্রস্ত হবে।
ক্ষতিগ্রস্ত হবে মামলাগুলি এই মুহূর্তে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি পাহাড়ে যেতে না যেতেই সোমবার ছয় মাসের জন্য বিমল গুরুং, রোশন গিরি সহ মোট ১৩জন গোর্খা নেতাকে ছয় মাসের জন্য সাসপেন্ড করেছে বিনয় তামাংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। তার পরের দিনই সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দেওয়ায় তা গুরুংয়ের কাছে বড় অক্সিজেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাহাড়ে ক্রমশ কোণঠাসা হয়ে আন্দোলন থামিয়ে দিতে হয়েছে গুরুংকে। আত্মগোপন করতে হয়েছে। তার উপরে এসআই অমিতাভ মালিকের খুনের অভিযোগও রয়েছে মাথায় উপরে। এছাড়া বিনয় তামাং বাহিনী ক্রমশ পাহাড়ের নেতৃত্ব দখল করে নিচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আপিল করে ছোট্ট জয় ছিনিয়ে এনেছে বিমল গুরুং অ্যান্ড কোং। ফলে গোর্খাল্যান্ড বিক্ষোভ মামলায় রাজ্য চাইলেই বিমল গুরুংকে গ্রেফতার করতে পারবে না।
তবে রাজ্য পুলিশের এসআই অমিতাভ মালিকের খুনের অভিযোগ রয়েছে। সেই ঘটনায় অবশ্য কোনও নির্দেশ রাজ্যকে দেয়নি কেন্দ্র। ফলে প্রকাশ্যে এলে সেই মামলায় অবশ্যই রাজ্য পুলিশ সাসপেন্ডেড মোর্চা সুপ্রিমোকে গ্রেফতার করতে পারবে।