নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ নিহত গাড়ী চালক জীবন দেবনাথের পরিবারকে দশ লক্ষ টাকা সহায়তা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল সেই সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতে বুধবার পরিবহণমন্ত্রী মানিক দে দশ লক্ষ টাকার চেক নিয়ে জীবন দেবনাথের বাড়িতে যান৷ মন্ত্রীর সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক, সদরের মহকুমা শাসক৷ প্রতাপগড়ের বাড়িতে গিয়ে মন্ত্রী মানিক দে নিহত জীবন দেবনাথের মা মঞ্জু দেবনাথের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দিতে চেয়েছিলেন৷ মন্ত্রীর হাত থেকে চেক না নিয়ে মঞ্জু দেবনাথ মন্ত্রী মানিক দে’র কাছে আর্জি জানান দশ লক্ষ টাকা চাইনা, ছেলেকে ফিরিয়ে দিন৷ তবে পড়ে চেক নেন জীবনের বাবা৷ প্রসঙ্গত, ২০ সেপ্ঢেম্বর নিখোঁজ হন জীবন দেবনাথ৷ ৪৬ দিন পর খুমুলুঙে জীবনের মৃতদেহ উদ্ধার হয়৷
2017-11-16

