নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ককবরক ভাষার বিকাশে রাজ্য সরকারের ব্যর্থতা আড়াল করতে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাল বামপন্থী ছাত্র সংগঠন৷ কলেজ ও সুকলগুলিতে ককবরক ভাষার প্রসার ঘটাতে রাজ্য সরকারের কাছে মূল প্রতিবন্ধকতা কেন্দ্রের আর্থিক বঞ্চনা, দাবি করলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ টানা ২৪ বছর বামফ্রন্ট ক্ষমতায় থেকেও ককবরক ভাষার সঠিক বিকাশ হয়নি, আজ উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশনে এসএফআই এবং টিএসইউ’র বিভিন্ন দাবি তা প্রমাণ করেছে৷
ককবরক শিক্ষার মানোন্নয়নের দাবিতে বৃহস্পতিবার উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে এসএফআই এবং টিএসইউ৷ এদিন মেলারমাঠে ছাত্র যুব ভবন থেকে এসএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব’র নেতৃত্বে ছাত্র যুবরা মিছিল করে গিয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করেন৷ কলেজে ককবরক অনার্স কোর্স চালু, পর্যাপ্ত পরিমান শিক্ষক নিয়োগ, সমস্ত সুকলে ককবরক শিক্ষার প্রসারের জন্য উদ্যোগ ইত্যাদি দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন৷
ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুণ অভিযোগ করেন, রাজ্য সরকার শিক্ষার প্রসারের চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকার শিক্ষাকে গেরুয়াকরণের নীতি অবলম্বন করেছে৷ সুকল কলেজগুলিতে শিক্ষার সুন্দর পরিবেশকে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে সাম্প্রদায়িক দল বিজেপি৷ ককবরক ভাষার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগকে চক্রান্ত করে বিভাজনের নীতি চালাচ্ছে বিজেপি৷ সমস্ত প্রতিকূলতার মধ্যেও ককবরক ভাষার প্রসারে বামপন্থী ছাত্র সংগঠনের দাবিকে যত্ন সহকারে রাজ্য সরকার বিবেচনা করবে বলে মনে করেন এসএফআই রাজ্য সম্পাদক৷
ক্ষমতাসীন সররকারের ছাত্র সংগঠন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তাকে ককবরক ভাষার মানোন্নয়নের জন্য ডেপুটেশন কার্য্যত রাজ্য সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুনুরুদ্ধারের চেষ্টা বলে মনে করছেন শিক্ষা অনুরাগী মহল৷
2017-11-10

