ঝাঁসি, ৬ নভেম্বর (হি.স.): ঝাঁসির লহরচুড়া এলাকায় দু’টি মোটরবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন| রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লহরচুড়া এলাকায় গুধা গ্রামের কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, ধীমান সিং, নন্দ কিশোর, বৃজেশ এবং লালারাম| তাঁদের প্রত্যেকেরই বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে|
সোমবার সকালে এস পি (গ্রামীণ) কুলদীপ জানিয়েছেন, রবিবার রাতে গুধা গ্রামের কাছে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫ জন| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ৪ জন| গুরুতর আহত অবস্থায় এক জন হাসপাতালে চিকিত্সাধীন|
2017-11-06

