নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ রোয়া চামটিলার বাসিন্দা প্রদীপ দেবনাথের উপর সংঘবদ্ধ ভাবে সশস্ত্র হামলার ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাবাসের আদেশ দিল আদালত৷ উত্তর ত্রিপুরার জেলা ও দায়রা আদালতের বিচারপতি উদিত চৌধুরী এই রায় দেন৷ উল্লেখ্য ২০০৪ সালের ৮ই আগস্ট পানিসাগর থানার রোয়া চামটিলার বাসিন্দা প্রদীপ দেবনাথের উপর ঐ এলাকারই বাসিন্দা এক দল সশস্ত্র যুবক হামলা করে৷ এতে প্রদীপ বাবু গুরুতর ভাবে আহত হন৷ সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই প্রদীপ বাবুর মৃত্যু হয়৷ ঘটনায় প্রদীপ বাবুর স্ত্রী কল্পনা নাথ পুলিশকে এগার জনের নামধাম দিয়ে অভিযোগ করেন৷ বিচারপতি দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা করে জরিমানা এবং অন্য একটি ধারায় আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেন৷ সাজাপ্রাপ্তরা হলেন, দীপক দেবনাথ, সুমন দেবনাথ, ইন্দ্রজিৎ নাথ, সজল দেবনাথ, সেবক দেবনাথ, দীজেন্দ্র দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ, স্বদেশ দেবনাথ, নৃপেন্দ্র দেবনাথ, স্বপন দেবনাথ ও শশীমোহন দেবনাথ৷
2017-11-01

