ব্রিসবেন, ১ নভেম্বর (হি.স.) : কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়দিনে জোড়া সোনা সহ মোট পাঁচটি মেডেল দখলে নিল ভারত৷
এয়ার রাইফেল শ্যুটিংয়ের ফের সোনা জিতল ভারতীয় শ্যুটিং দল৷ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন শাহজার রিজভি৷ অন্যদিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনার পদক অর্জন করলেন পূজা ঘাটকার৷ এর আগে মঙ্গলবার কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন হিনা সিধু৷ ১০ মিটার এয়ার রাইফেলে ছেলেদের বিভাগে দীপক কুমার রুপো জেতেন৷
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের দ্বিতীয় ও তৃতীয় স্থানও ভারতীয়দের শ্যুটারদের দখলে। রুপো জিতেছেন ওমকার সিং বোঞ্জ জেতেন জিতু রাই।
মেয়েদের বিভাগে ভারতীয় শ্যুটার অঞ্জুম মৌদগিলকে হারিয়ে সোনা জিতলেন পূজা৷ তাঁর সংগ্রহ ২৪৯.৪ পয়েন্ট। ২৪৮.৭ স্কোর করে রুপোর পদক জিতে দুনম্বরে শেষ করলেন অঞ্জুম। ব্রোঞ্জ জিতেছেন সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে৷
