ধর্মনগর বন্ধ ঘিরে হিংসা সিপিআইএম বিজেপিতে ফের সংঘর্ষ, আহত তিন, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ অক্টোবর৷৷ গতকাল ধর্মনগর আইএসবিটিতে বিএমএস এবং টিএমএসইউ এর মধ্যে সংঘর্ষের ফলে আজ ১২ ঘন্টা ধর্মনগর মহকুমা বন্ধের ডাক দেয় বিএমএস৷ এর পর সিপিআইএম দলও ১২ ঘন্টা বন্ধের ডাকদেয়৷ আজ সকাল থেকে ধর্মনগর মহকুমার সব জাগাতেই বন্ধ সর্বাত্মক হলেও দুপুর নাগাদ চুরাইবাড়ির বাঘন এলাকায় সিপিআইএম, বিজেপি সংঘর্ষ হয়৷ কিছু বিজেপি কর্মীরা কূর্তী এলাকায় পিকেটিং করে প্রেমতলা আসার পথে বাঘন এলাকায় আসার পর ৫০/৬০ জনের সিপিআইএম সমর্থক বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়৷ দা, লাঠি, কুড়োল, বাঁশ দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে৷ দফায় দফায় চলে সংঘর্ষ৷ আহত হন বিজেপির তিনজন কর্মী৷ আহত হন ৫৪ কূর্তী কদমতলা মন্ডলের সাধারন সম্পাদক জগদীশ দেবনাথ, যুব মোর্চার সদস্য বাপী দেবনাথ ও দ্বিগ্বিজয় দে৷ পরে ঘটনাস্থল থেকে প্রেমতলা দমকল কর্মীরা দফায় দফায় আহত বিজেপি কর্মীদের কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওদের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজন বিজেপি কর্মীকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ এদিকে আহত এক বিজেপি কর্মী জানান, যখন সিপিআইএম এর ৫০/৬০ জন ক্যাডার তাদের উপর হামলা চালায় তখন ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছিল৷ কিন্তু পুলিশের ভূমিকা ছিল নিরব দর্শকের৷ তাই বেধরক ভাবে মেরেছে সিপিআইএম ক্যাডাররা৷ কদমতলা মন্ডলের সাধারণ সম্পাদক জগদীশ দেবনাথের অবস্থা গুরুত্বর৷ বর্তমানে থমথমে পরিস্থিতি চুরাইবাড়ি ও কদমতলা৷  বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী গোটা উত্তর জেলায় মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রেখেছেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পদস্থ আধিকারীকরা৷