জয়পুর, ২৭ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজস্থান প্রোগ্যাম বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান দিগম্বর সিং| মারণ রোগ ক্যান্সারের কাছে পরাজিত হলেন তিনি, শুক্রবার জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ বিজেপি নেতা দিগম্বর সিং| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর|
প্রবীণ বিজেপি নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিজেপির রাজ্য সভাপতি অশোক পরনামি এবং অন্যান্য বিজেপি নেতারা| উল্লেখ্য, রাজস্থানের ভরতপুরে দীগ-কুমহের বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের বিধায়ক ছিলেন দিগম্বর সিং| তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন|
2017-10-27

