নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে চালু করার ক্ষেত্রে আরও একধাপ কার্য সম্পন্ন করল রেলওয়ে৷ বুধবার মালিগাঁওয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মূখ্য কার্য্যালয়ে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের বাণিজ্যিক স্টপেজ চূড়ান্ত হয়েছে৷ সূত্রের খবর, রাজ্যের দাবী সত্বেও আমবাসায় কোন বাণিজ্যিক স্টপেজ রাখা সম্ভব হয়নি৷ আগরতলা থেকে যাত্রা শুরু করে ধর্মনগরে বাণিজ্যিক স্টপেজ রয়েছে এই সুপার ফাস্ট এক্সপ্রেস৷ উদ্বোধনের দিন বেলা একটায় রাজধানী আগরতলা থেকে যাত্রা শুরু করলেও সূচী অনুযায়ী সপ্তাহে প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আগরতলা স্টেশন থেকে নয়াদিল্লীর আনন্দ বিহার স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেবে ২০৫০১ নম্বরের রাজধানী এক্সপ্রেস৷ গন্তব্যে পৌঁছবে বুধবার সকাল ১১ টা ২০ মিনিটে৷ ফলে, রাজধানী এক্সপ্রেসে মোট সময় লাগবে প্রায় একচল্লিশ ঘন্টা৷ অনুরূপ ভাবে সপ্তাহে প্রতি বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আনন্দবিহার স্টেশন থেকে ২০৫০২ নম্বরের রাজধানী এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেবে এবং আগরতলায় পৌঁছাবে শুক্রবার দুপুর দেড়টায়৷ আপাতত নিউ করিমগঞ্জ স্টেশনে এই ট্রেনের কোন বাণিজ্যিক স্টপেজ থাকছে না৷ তবে এই প্ল্যাটফর্মের কাজ সমাপ্ত হওয়ার পর সেখানেও বাণিজ্যিক স্টপেজ দেবে এই সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি৷ সূত্রের খবর, আগরতলা থেকে আনন্দবিহার স্টেশন পর্যন্ত যাত্রী ভাড়াও নির্ধারিত হয়েছে৷ খুব সম্ভবত, আগামীকাল দুপুর থেকে যাত্রীরা টিকিট ক্রয় করতে পারবেন৷
2017-10-26

