আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ অবশেষে এল খবর৷ রাজ্যবাসীর আরো একটি স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ আগরতলা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেস আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সূচনা হবে৷ সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রাজধানী এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন বলে সম্মতি দিয়েছেন৷ এউপলক্ষ্যে রেল রাষ্ট্রমন্ত্রী আগরতলা স্টেশনে উপস্থিত থাকবেন৷ তাছাড়াও, মুখ্যমন্ত্রী মানিক সরকার, পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং পরিবহন মন্ত্রী মানিক দে’কে রাজধানী এক্সপ্রেসের সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আমন্ত্রণ জানাবে৷ রেল সূত্রে খবর, আগামীকাল পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস চালুর বিষয়ে ঘোষণা দেবে৷
সূত্র অনুসারে জানা গেছে, সপ্তাহে একদিন চলবে রাজধানী এক্সপ্রেস৷ দিল্লির আনন্দ বিহার স্টেশন পর্যন্ত যাবে অত্যাধিক দ্রুতগতি সম্পন্ন এই এক্সপ্রেস ট্রেন৷ আগরতলা থেকে রওয়ানা হওয়ার পর বাণিজ্যিক স্টপেজ দেবে ধর্মনগরে৷ তবে, রাজ্য সরকার উপজাতি ভাবাবেগের বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য ধলাই জেলায় আমবাসাতে রাজধানী এক্সপ্রেসের বাণিজ্যিক স্টপেজ দেওয়ার অনুরোধ জানিয়েছে৷ রেল এবিষয়ে কোন সিদ্ধান্ত না নিলেও, বিষয়টি চিন্তাভাবনার মধ্যে রেখেছে৷
সূত্র অনুসারে জানা গেছে, ভাড়া এবং অন্যান্য খুটিনাটি কিছু বিষয়ে আগামীকাল চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল বোর্ড৷ উল্লেখ্য, সোমবার পূর্বোত্তর সীমান্ত রেলের সিএও এ কে যাদবের রাজ্য সফর এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের ফলে শীঘ্রই যে রাজধানী এক্সপ্রেস চালু হচ্ছে, তার আভাষ পাওয়া গিয়েছিল৷