সংক্ষিপ্ত সফরে ভারতে এলেন আফগান প্রেসিডেন্ট, সাক্ষাত্ করলেন রাষ্ট্রপতির সঙ্গে

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): দ্বিপাক্ষিক বৈঠক সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য একদিনের সফরে ভারতে এলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি| মঙ্গলবার সকালে দিল্লিতে এসে পৌঁছন তিনি| রাজধানী পৌঁছনোর পরই আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|
এক দিনের এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক সহ একাধিক বিষয়ে আলোচনা হবে| এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি|