গ্রাহক সুরক্ষা সম্মেলনে বয়কট পাকিস্তান ও উত্তরকরিয়া

নয়াদিল্লি, ২১ (হি.স.): গ্রাহক সুরক্ষা সম্মেলনে পাকিস্তানকে বয়কট করল ভারত| গ্রাহক সুরক্ষা নিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হতে চলেছে নয়াদিল্লিতে৷ এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু ভারতে অনুষ্ঠিত এই সম্মেলনে পাকিস্তান এবং উত্তর কোরিয়াকে আমন্ত্রন পত্রই পাঠায়নি ভারত৷ জানিয়েছেন কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার রামবিলাস পাসোয়ান৷ এই অনুষ্ঠানটি মূলত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের অনুরোধে আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই কনফারেন্সটির উদ্দেশ্য হল গ্রাহক সুরক্ষা সংক্রান্ত জাতিসংঘের নির্দেশিকা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত সমস্ত পদক্ষেপগুলি ভাগ করা। ভারত ছাড়াও বিশ্বের মোট ২৩টি দেশ এই সম্মেলনে যোগ দেবে৷ আগামী ২৬ এবং ২৭অক্টোবর এই এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে৷ এই সম্মেলন সম্পর্কে পাসোয়ান জানিয়েছেন, উত্তর কোরিয়া এবং পাকিস্তানকে এই সম্মেলনে আসার জন্য কোনও আমন্ত্রনপত্র পাঠানো হয়নি৷ তবে, চিনকে এই সম্মেলনে যোগদান দেওয়ার জন্য আমন্ত্রনপত্র পাঠানো হয়েছে৷ কিন্তু কেন ওই দুই দেশকে সম্মেলনে আসার আমন্ত্রনপত্র ভারতের তরফে পাঠানো হয়নি৷ সেই বিষয়টি নিয়ে বিশেষ মুখ খুললেন না পাসোয়ান৷