প্রতিশ্রুতি রক্ষা করেনি রাজ্য সরকার আন্দোলনের হুমকী আত্মসমপর্ণকারী জঙ্গীদের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ অক্টোবর৷৷ ২০০৪ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর পুলিশ গ্রাউন্ডে আত্মসমর্পণ করেছিল এনএলএফটি নয়নবাসী গোষ্ঠী৷ এদিন ১৫৩ জন নয়নবাসী গোষ্ঠীর সদস্য কুখ্যাত জঙ্গি অনন্ত দেববর্মা এবং ডেনিয়েল দেববর্মার নেতৃত্বে পুলিশের কাছে আত্মসর্মপণ করে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার, তৎকালীন শিক্ষামন্ত্রী প্রয়াত অনিল সরকার, পুলিশের মহা নির্দেশক এর উপস্থিতিতে জঙ্গিরা বিভিন্ন দাবীর ভিত্তিতে পুলিশের আত্মসমর্পণ করে৷ সরকারও তাদের দাবি গুলো বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেয়৷ দাবি গুলোর মধ্যে তাদের নামে সমস্ত মামলা প্রত্যাহার করা, পুনর্বাসন, পাহাড়ী এলাকার শিক্ষা স্বাস্থ্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং তাদের ছেলে মেয়েদের সরকারী সুযোগসুবিধা দেওয়া ইত্যাদি৷ শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ রাজ্যরস্থিত হল ঘরে দাবীগুলো আদায়ের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত করেছে আত্মসর্মপনকারী জঙ্গিরা৷ উপস্থিত ছিলেন প্রাক্তন জঙ্গিনেতা ডেনিয়েল দেববর্মা, কানুরাজ দেববর্মা, অনন্ত দেববর্মা প্রমুখ৷ তারা জানায় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ উপজাতি অংশের লোকেরা আজও অনুন্নত৷ উন্নয়নের নামে লুটতরাজ হচ্ছে সরকারী অর্থ৷ পিছিয়ে রয়েছে এলাকয় উপজাতি জনগণ৷ তবে আগামী কিছু দিনের মধ্যে সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না করলে বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারী দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গীরা৷