নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ব্লু হোয়েলের মতো প্রাণঘাতী অনলাইন গেম বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিপজ্জনক গেমগুলি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে এ মাসের ২৭ তারিখের মধ্যে কেন্দ্রের জবাব চেয়েছে। চোকিং গেম, সল্ট অ্যান্ড আইস চ্যালেঞ্জ, ফায়ার চ্যালেঞ্জ, কাটিং চ্যালেঞ্জ, আইবল চ্যালেঞ্জ, হিউম্যান এমব্রয়ডারি গেমের মতো বিপজ্জনক গেমগুলি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন জানান আইনজীবী স্নেহা কলিতা। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক যাতে এই ধরনের গেমের কবলে না পড়ে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন জানান কলিতা। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই সরকারের কাছ থেকে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সব হাইকোর্টকে এই সংক্রান্ত আর কোনও মামলা গ্রহণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
2017-10-14

