নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ নির্বাচনে আগেই ভাঙ্গন ধরেছে কল্যাণপুরের সিপিআইএম৷ সাধারণ মানুষের দলীয় কমরেডদের অনৈতিক কার্যকলাপে নাজেহাল স্থানীয় বাম নেতারা৷ স্থানীয় সূত্রে জানা গেছে, স্বদলীয় কর্মীর হাতে পার্টি অফিস অভ্যন্তরে বিভাগীয় নেতার মার খাওয়ার ঘটনায় রীতিমতো ত্রাহি ত্রাহি রব দেখা দিয়েছে৷ গত দুইদিন ধরেই কল্যাণপুর এলাকায় সর্বত্র এক সময়ের দাপুটে বাম নেতা ইন্দ্রজিৎ মোদকের বিজেপিতে যোগদানের বিষয়ই মুখ্য আলোচনায় বিষয় হয়ে উঠেছে৷ জানা গেছে, এই ধরণের পরিস্থিতির মধ্যে কল্যাণপুরে সিপিআইএমের পার্টি অফিস মঙ্গল প্রভা ভবনে জনা কয়েক নেতা সহ কর্মীদের আনাগোনা শুরু হয়৷ হঠাত দলীয় কার্যালয়ের হইচই আর দৌড়ঝাঁপ শুরু হয়৷ ক্ষেত মজুর ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, ইউনিয়নের কল্যাণপুর অঞ্চল সম্পাদক মন্টু শীল নিজ দলের সমর্থক কমরেড অসীম দাসের হাতে বেদম মার খায় বলে প্রচার হয়ে যায়৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এইদিকে সাধারণ মানুষের দীর্ঘ দিনেরই অভিযোগ কল্যাণপুর ব্লকের পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতে সিপিআইএমের বিতর্কিত নেতা মন্টু শীল, পার্টীর গোপাল নগর ব্রাঞ্চের সম্পাদক হওয়ার সুবাদে দেদার দুর্নীতিতে জলিয়ে পরেছেন৷ আর এসবের জেরেই মারপিটের ঘটনার বলে সাধারণ মানুষের অভিযোগ৷
2017-10-11

