নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে চলে গেল স্পেন। তারা ৩-০ ব্যবধানে হারিয়ে দিল আলবেনিয়াকে। অন্য ম্যাচে ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ড্র করে প্লে-অফ খেলতে হবে ইতালিকে।
ঘরের মাঠে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় স্পেন। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেন রডরিগো। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান ইস্কো। তিনমিনিট পরেই ৩-০ হয় থিয়াগো আলকান্তারার গোলে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে প্লে-অফ খেলে রাশিয়ায় পৌঁছাতে হবে। তুরিনে ৪০ মিনিটে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন চিয়েলিনি। কিন্তু ৭৭ মিনিটে সেই গোল শোধ করে দেন ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার ট্রাজকোভোস্কি।
জর্জিয়াকে ১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ওয়েলশ। ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন লরেন্স। আইসল্যান্ড ৩-০ হারাল তুরস্ককে। ইউক্রেন ২-০ জিতল কসোভোর বিরুদ্ধে।
2017-10-07

