নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলে জানিয়েছে সাংবাদিকদের সাতটি সংগঠন৷ তাদের দাবি অবিলম্বে সিবিআইর কাছে এই খুনের ঘটনা তদন্তভার তুলে দেওয়া হউক৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান৷
নেতৃবৃন্দের বক্তব্য, পুলিশের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সাংবাদিক শান্তনু ভৌমিককে খুন করা হয়েছে৷ ফলে, এই খুনের ঘটনায় পুলিশই প্রত্যক্ষদর্শি৷ তদন্তের স্বার্থে ঘটনার সময় উপস্থিত পুলিশকর্মীদেরও জেরা করা উচিত৷ তাই তারা মনে করেন, রাজ্য পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করবে না৷ এই জন্যই এই খুনের ঘটনার তদন্ত ভার শীঘ্রই সিবিআইকে হস্তান্তর করা হউক৷ রাজ্য সরকারের তাতে আপত্তি থাকার কথা নয় বলে দাবি করেন নেতৃবৃন্দ৷ তাদের বক্তব্য, সময় নষ্ট করে সিবিআইর হাতে এই খুনের ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়ে যাচ্ছে৷ কারণ, অতীতে সাংবাদিকদের উপর বহু হামলার ঘটনা কোন আইনি সুরাহা হয়নি৷ নেতৃবৃন্দ জানান, রাজ্য সরকার এই খুনের ঘটনা তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে না দিলে প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্ত হবেন সাংবাদিকরা৷
এদিকে, কর্ণাটক থেকে ত্রিপুরা, বিহার থেকে চন্ডীগড় একের পর এক সাংবাদিক খুনের ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাব করিমগঞ্জ আয়োজিত এক প্রতিবাদে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ের সামনে ধরণাস্থলে এক ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হবে৷ প্রতিবাদী এই কর্মসূচীতে করিমগঞ্জ জেলার সব সংবাদকর্মীদের উপস্থিত থাকার আহ্বান করেছেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন কুমার রায়৷ এদিন করিমগঞ্জ অতিরিক্ত আবর্ত ভবনে বেলা ১২টায় প্রেস ক্লাবের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি৷ বিকালে রবীন্দ্র ভবনের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷
2017-09-24
