নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, আহত দুই বিএসএফ জওয়ান সহ ৫

শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| শুক্রবার রাত ১০টা থেকে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর এবং রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে পাল্টা জবাব ফিরিয়ে ভারতীয় সেনাবাহিনী| রাতভর চলে গুলির লড়াই| দুঃসংবাদ হল, পাক রেঞ্জার্সের গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন দু’জন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান ও তিন জন সাধারণ নাগরিক|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাত ১০টা থেকে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর এবং রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাকিস্তানি রেঞ্জার্স মর্টার, স্বয়ংক্রিয় এবং ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে| পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন দু’জন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান এবং তিন জন সাধারণ নাগরিক| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, চলতি বছরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেড়েছে| চলতি বছরের আগস্ট মাসের ১ তারিখ পর্যন্ত মোট ২৮৫ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী| ২০১৬ সালে সেই সংখ্যা ছিল ২২৮|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *